মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/29/mexico.jpg)
মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন পরে মারা যান।
জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এটিকে কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে জাকাতেকাসে সহিংসতা বেড়েছে। গত জানুয়ারিতে জাকাতেকাস রাজ্যের গভর্নরের প্রাসাদের সামনে পরিত্যক্ত একটি গাড়িতে ১০টি মরদেহ পাওয়া যায়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/29/mexico-capture.jpg)
২০০৬ সালে সরকার মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে দেশজুড়ে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।