মেক্সিকোয় দুটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/21/migrants.jpg)
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট-আইএনএম আজ শনিবার জানিয়েছে, আটক করা অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।
আইএনএম জানিয়েছে, গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আট জন, ঘানার ছয় জন, ভেনেজুয়েলার চার জন, ইকুয়েডরের চার জন, ভারতের এক জন এবং ক্যামেরুনের এক জন অভিবাসনপ্রত্যাশীকে গতকাল শুক্রবার দুটি ট্রেইলারে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/11/21/migrants-inside.jpg 687w)
আইএনএম আরও জানিয়েছে—আটক করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। তাঁদের হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কিংবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে আইএনএম জানিয়েছে।