যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই কোভিড-১৯ রোগী শনাক্ত, বাড়ছে মৃতের সংখ্যা

পশ্চিম ভার্জিনিয়ায় গতকাল মঙ্গলবার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই এখন করোনাজনিত কোভিড-১৯ রোগী ধরা পড়েছে।
প্রথম কোভিড-১৯ রোগীর বিষয়ে ঘোষণা দেওয়ার সময় পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর টিম জাস্টিস বলেন, ‘আমরা জানতাম যে এমন কিছু হতে যাচ্ছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এরই মধ্যে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সানফ্রান্সিসকোর উপকূল অঞ্চলের মতো তারাও নিজেদের অবরুদ্ধ করে রাখার চিন্তা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৮ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ছয় হাজার ৩০০ জন।
সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় আট হাজার মানুষ মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের কোথায় কী হচ্ছে?
যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যের মতো ফ্লোরিডাও গতকাল মঙ্গলবার পানশালা ও রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দেয়। এদিন যুক্তরাষ্ট্রের শান্তিকালীন ইতিহাসে সবচেয়ে অনাড়ম্বরভাবে সেন্ট প্যাট্রিক’স ডে পালন করা হয়।
যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় ধরে চলা ঘোড়দৌড় প্রতিযোগিতা কেন্টাকি ডার্বি আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ ছাড়া মাস্টার্স গলফ টুর্নামেন্ট, মার্চ ম্যাডনেস বাস্কেটবল এবং বেসবলের মৌসুম হলেও আগেই এগুলো বাতিল করা হয়।
ডোনাল্ড ট্রাম্প কী প্রতিক্রিয়া জানাচ্ছেন?
আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, ‘শিগগরই যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ভ্রমণে বিধিনিষেধ জারি করার বিষয়টি বিবেচনাধীন। আশা করছি আমাদের জাতীয়ভাবে লকডাউনের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে না।’