যুক্তরাষ্ট্রে আহমদ আরবেরি হত্যায় তিন শ্বেতাঙ্গের যাবজ্জীবন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/08/us-2.jpg)
যুক্তরাষ্ট্রের আলোচিত আহমদ আরবেরি হত্যা মামলার রায়ে তিন শ্বেতাঙ্গের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের ফেব্রুয়ারিতে মাত্র ২০ ফুট দূর থেকে গুলি করে হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ আহমদকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় শুক্রবার দেওয়া রায়ে ট্রাভিস ম্যাকমাইকেল (৩৫) এবং তার বাবা গ্রেগরি ম্যাকমাইকেলকে (৬৬) প্যারোলে মুক্তির সুযোগ ছাড়া যাবজ্জীবন এবং এদের প্রতিবেশি উইলিয়াম রোডি ব্রায়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৫ বছর বয়সী কৃষাঙ্গ যুবক আহমাদ আরবেরিকে হত্যার পর ব্যাপক সমালোচনা, বিক্ষোভ ও প্রতিবাদ হয়।
বিচারক টিমোথি ওয়মসলেই বলেন, হত্যাকারীরা আইন নিজের হাতে তুলে নিয়েছিল।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/01/08/us-insert.jpg 687w)
সাজা শুনানির সময় আরবেরির আত্মীয়রা বিচারককে তিনজনের প্রতি কোনো দয়া না দেখানো অনুরোধ করেন। অপরদিকে আসামিদের আইনজীবীরা বলেছিলেন যে তিনজনের কেউই আরবেরিকে স্বেচ্ছায় হত্যা করেনি।