যুক্তরাষ্ট্রে লটারিতে ১২৮ কোটি ডলার পেলেন ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা
যুক্তরাষ্ট্রের মেগা মিলিয়ন লটারির এক টিকেটে ১২৮ কোটি মার্কিন ডলার জিতে নিয়েছেন ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তি। লটারি কোম্পানি অঙ্গরাজ্যের নাম ঘোষণা করলেও টিকেটটি কার, তা এখনও জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
লটারির শর্ত অনুযায়ী, নগদ অর্থ নিলে বিজয়ী ব্যক্তি ৭৪৭ দশমিক দুই মিলিয়ন ডলার নিতে পারবেন। আর ২৯ বছর ধরে কিস্তিতে কিস্তিতে তা নিলে পুরো এক দশমিক ২৮ বিলিয়ন অর্থাৎ, ১২৮ কোটি ডলারই নিতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার কোটি টাকারও বেশি।
এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মেগা মিলিয়ন লটারিতে সর্বোচ্চ এক দশমিক ৫৩৭ বিলিয়ন মার্কিন ডলার জিতে নেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক ব্যক্তি। তবে, ২০১৬ সালে ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের এক দশমিক ৫৮৬ বিলিয়ন ডলারের পুরস্কারের টিকেটটি তিনজনের কেনা ছিল।
যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে, ওয়াশিংটন ডিসি এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে মেগা মিলিয়ন লটারির টিকেট বিক্রি করা হয়।