যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড রোগী ৫ কোটি ও মৃত্যু ৮ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা পাঁচ কোটি এবং মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে বলে রয়টার্সের টালি জানিয়েছে।
গত দুই সপ্তাহ ধরে ফের সংক্রমণ বৃদ্ধির মধ্যে রোববার দেশটির মোট রোগীর সংখ্যা পাঁচ কোটি ১১ হাজার ৮০ জনে এবং মৃত্যুর সংখ্যা আট লাখ ১৫৩ জনে দাঁড়ায়।
শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষে আছে। প্রায় দুই মাস ধরে সংক্রমণ হ্রাস পাওয়ার পর করোনাভাইরাসের অতি সংক্রামক ডেলটা ভ্যারিয়েন্টের কারণে গত দুই সপ্তাহ ধরে সংক্রমণ ফের বাড়ছে বলে জানিয়েছে দেশটি।
এর মধ্যে ডেলটার চেয়ে বেশি সংক্রামক ধরন ওমিক্রন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যে শনাক্ত হয়েছে। ফলে এই শীতের মধ্যে পরিস্থিতি ফের নাজুক হয়ে দাঁড়াবে, এমন আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা দেশটির নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের মোট জনসংখ্যাকেও ছড়িয়ে গেছে।
চলতি বছর দেশটিতে বিনামূল্যে পর্যাপ্ত টিকার সরবরাহ সত্ত্বেও ২০২০ সালের চেয়ে মহামারিতে এবার বেশি লোক মারা গেছে। এর জন্য করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট ও লোকজনের কোভিড-১৯ টিকা না নেওয়াকে দায়ী করা হচ্ছে।
চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত চার লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে করোনাভাইরাসজনিত মোট মৃত্যুর ৫৭ শতাংশ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বছর যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই টিকা নেননি। কোভিড রোগীদের চিকিৎসায় অগ্রগতি সত্ত্বেও মৃত্যু বেড়ে গেছে।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, মৃত্যুর সংখ্যা ছয় লাখ থেকে সাত লাখে পৌঁছতে ১১১ দিন সময়ে লেগেছে আর পরবর্তী এক লাখের জন্য লেগেছে মাত্র ৭৩ দিন।
যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত শীতল রাজ্যগুলোতে সংক্রমণের উল্লম্ফন দেখা যাচ্ছে। ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।
নভেম্বরের শেষে দিকে ‘থ্যাংকসগিভিং’ ছুটির দিনগুলোর পর থেকে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। গত মাসে মৃত্যুর সংখ্যা ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে।