শহরের রাস্তায় লড়ছে ইউক্রেনের সেনাবাহিনী, ভিডিও প্রকাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/25/ukraine_military_video.jpeg)
অস্ত্রসহ ইউক্রেনের সামরিক বাহিনী এক সদস্য। ছবি : রয়টার্স
ইউক্রনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের রাস্তায় রুশ হামলাকারীদের সঙ্গে প্রতিরক্ষা যোদ্ধাদের ‘লড়াইয়ের’ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর বিবিসির।
সুমি শহরে দুই লাখ ৬০ হাজার বেশি মানুষের বাস। রাশিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের কম দূরত্ব এ শহরের।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/02/25/ukraine_military_video_inside.jpg 687w)
শহরের স্থানীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভৎস্কি বলছেন—রুশ সৈন্যদের বিশাল একটি বহর সুমি শহর পেরিয়ে পশ্চিমে রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, পাশ্ববর্তী কোনোটপ শহরও রুশ সেনারা ঘিরে ফেলেছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর প্রকাশ করা ‘লড়াইয়ের’ ভিডিও টুইটারে পোস্ট করেছেন অনেকে।