শেষবেলায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন ট্রাম্প-বাইডেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/28/us_election.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভণ্ড’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান অধ্যুষিত হিসেবে পরিচিত জর্জিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে এক বক্তৃতায় বাইডেন বলেন, ট্রাম্পের নভেল করোনাভাইরাস ব্যবস্থাপনা তাঁকে পরাজয়ের দিকে নিয়ে গেছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়।
১৯৯২ সালের পর থেকে এই জর্জিয়া অঙ্গরাজ্য ডেমোক্র্যাটদের হাতছাড়া। সেখানে গিয়ে বাইডেন বলেন, তিনি এমন একজন প্রেসিডেন্ট হবেন, যিনি বিভক্ত না করে বরং সবাইকে ঐক্যবদ্ধ করবেন।
অন্যদিকে ট্রাম্পও মূলত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন। আগাম জনমত জরিপে বাইডেনের চেয়ে ট্রাম্প পিছিয়ে থাকলেও ভোটের স্রোত কোনদিকে গড়ায় এখনই বলা যাচ্ছে না। তবে অ্যারিজোনা, ফ্লোরিডা ও ক্যারোলাইনার মতো অঙ্গরাজ্যগুলোতে চরম হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আঁচ করা যাচ্ছে।
নভেল করোনাভাইরাসের কারণে এবার আগাম ভোটে ব্যাপক সাড়া মিলেছে। রেকর্ড ছয় কোটি ৯০ লাখ মার্কিন ভোটার ডাকযোগে এবং সশরীরে আগাম ভোট দিয়েছেন।
তবে ব্যাপক আগাম ভোটের কারণে এবারের নির্বাচনের ফল ৩ নভেম্বর রাতে নাও জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চার কোটি ৬০ লাখের মতো ডাকে পাঠানো ভোট রয়েছে। এগুলো গণনা করতে সপ্তাহখানেকও লেগে যেতে পারে। শুরু থেকেই ডাকযোগে ভোটের সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচারে বের হওয়ার আগে হোয়াইট হাউসে গণমাধ্যমকর্মীদের সামনে ট্রাম্প বলেন, ‘দুই সপ্তাহ ধরে ব্যালট না গুণে ৩ নভেম্বর রাতে ভোটের ফল ঘোষণা করে দিলেই সবচেয়ে ভালো হবে।’
এদিকে গতকাল নেব্রাস্কাসহ গতবার ডেমোক্র্যাটদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুই অঙ্গরাজ্য মিশিগান ও উইস্কনসিনে গণসংযোগ করেন। শেষ মুহূর্তে চরম ব্যস্ততা ট্রাম্প পরিবারে। মঙ্গলবার প্রথম নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। এদিন বাইডেনকে ‘সোশ্যালিস্ট’ বলে আখ্যায়িত করেন মেলানিয়া। তিনি বলেন, ‘গণমাধ্যম আমার স্বামীর যে চরিত্র চিত্রায়িত করেছে, তা আমার কাছে গ্রহণযোগ্য নয়।’ করোনায় আক্রান্ত হয়ে এ মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হওয়া ট্রাম্প নির্বাচনী প্রচারের শেষ দুদিনে ১১টি র্যালিতে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ট্রাম্পের করোনা ব্যবস্থাপনার কড়া সমালোচনা করেছেন। বাইডেনের পক্ষে প্রচারে নেমে অরল্যান্ডোতে ওবামা বলেন, “মহামারি মোকাবিলায় ব্যর্থতা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, হোয়াইট হাউসও ‘হট জোনে’ পরিণত হয়েছে। দেশে দুই লাখ ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এক লাখের বেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আজ শুধু ফ্লোরিডাতেই পাঁচ লাখ মানুষ কাজ হারিয়েছেন। কিন্তু, এগুলো নিয়ে তাঁর (ট্রাম্পের) বক্তব্য কী? মানুষ শুধু কোভিড কোভিড করে। কোভিডের মিডিয়া কাভারেজে ঈর্ষাকাতর তিনি। শুরু থেকে গুরুত্বের সঙ্গে নেওয়া হলে এই অবস্থায় আসতে পারত না। এই সপ্তাহেও দেশে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।”
এ ছাড়া জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসেরও এদিন অ্যারিজোনা ও টেক্সাস অঙ্গরাজ্যে যাওয়ার কথা রয়েছে, যেখানে ১৯৯৪ সাল থেকে এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জিততে পারেননি।