সিটবেল্ট কেটে দুর্ঘটনাকবলিত চালককে উদ্ধার করলেন গভর্নর (ভিডিওসহ)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়েতে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তি আটকে ছিলেন তাঁর গাড়ির ভেতরে। গাড়িটি এক পাশ হয়ে ঝুঁকে থাকায় ওই ব্যক্তি কোনোভাবেই বের হতে পারছিলেন না। হঠাৎ করেই এক ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন। গাড়ির চালকের আসনের সিটবেল্ট কেটে বের করেন আটকে থাকা ওই ব্যক্তিকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাহায্য করা ওই ব্যক্তিটি আর কেউ নন, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
কুয়োমোর মুখপাত্র ড্যানি লেভার জানান, একটি ফ্লাইট ধরার জন্য দলের লোকজনদের নিয়ে ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন গভর্নর। পথে দুর্ঘটনাকবলিত একটি বড় ক্যাটারিং ভ্যান দেখতে পেয়েই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ফোন দেন। কিন্তু ততক্ষণে পুলিশ না পৌঁছানোয় তিনি নিজেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ওই ভ্যানের ভেতরে আটকে ছিলেন এক ব্যক্তি। গভর্নর চালকের আসনের সিট বেল্ট কেটে বের করেন আটকে যাওয়া ওই ব্যক্তিকে।
লেভার জানান, গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ওই ব্যক্তি তেমন আহত না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়েনি।
এদিকে গভর্নর কুয়োমোর ক্ষেত্রে এরকম উদ্ধারকাজের ঘটনা এই প্রথমই নয়। এর আগেও তাঁকে দুর্ঘটনাকবলিত মানুষদের সাহায্য করতে দেখা গেছে।
২০১৭ সালে তুষারপাতের কারণে রাস্তার বরফে আটকে গিয়েছিল এক ব্যক্তির গাড়ি। এ সময় ওই ব্যক্তিকে সাহায্য করেন গভর্নর। এর আগেও তুষারপাতের কারণে আটকে যাওয়া বিভিন্ন গাড়ি সরানোর জন্য সাহায্য করতে দেখা গেছে গভর্নরকে।
এর আগে ঝড়ের জন্য বুফালো শহরে ট্রাক্টর জাতীয় যানবাহন চালানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক ব্যক্তি ট্রাক ক্যাব চালাচ্ছিলেন। এ সময় তা দেখতে পেয়ে ওই ড্রাইভারকে বিভিন্ন উপদেশ দেন গভর্নর।
কুয়োমোর এমন কাজ যে শুধু নিউইয়র্ক শহরেই সীমাবদ্ধ, তা নয়। পুয়ের্তো রিকোতে ভ্রমণের সময় মাথায় শক্ত হ্যাট পরে একটি ভবনের ছাদ ভাঙার কাজে সহায়তা করতেও দেখা গেছে তাঁকে।