সু চির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা স্থগিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/20/1_0.jpg)
অবৈধভাবে ওয়াকিটকি আমদানির দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেই মামলার রায় ঘোষণা পিছিয়েছেন আদালত। আজ সোমবার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে আদালত এই রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। খবর আল জাজিরা ও এএফপির।
মিয়ানমারের রাজধানী নেপিদোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির বিচার হচ্ছে। এই আদালতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সু চির আইনজীবীদের গণমাধ্যমে কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে ঠিক কী কারণে রায় ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে, তা জানা যাচ্ছে না।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/12/20/capture.jpg 534w)
সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের উসকানি দেওয়া ও করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের দায়ে মামলায় সু চি চার বছর কারাদণ্ড হয়। চলতি মাসের শুরুতে ওই রায় দেওয়া হয়েছিল। কিন্তু এরপর সেই সাজা কমিয়ে দুই বছর করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি বলেন, বাড়িতে থেকেই এই সাজা ভোগ করবেন তিনি।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। এ ছাড়া দেশটির নিরাপত্তা বাহিনী ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। জান্তার এসব পদক্ষেপে কমপক্ষে এক হাজার ৩০০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া দেশজুড়ে ১১ হাজার বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।