সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ দিন কাজ বন্ধ ঘোষণা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সৌদি আরবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে কাজ ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আজ বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
এসপিএ তাদের প্রতিবেদনে জানায়, সৌদি আরব করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য দেশের প্রচেষ্টার অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সব কাজ ১৫ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দিয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাতে এসপিএ জানায়, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টর ছাড়া অন্য সব কাজ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সৌদি সরকার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববী ছাড়া সব মসজিদে জামাতে নামাজ আদায় সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১৭১ জনকে শনাক্ত করা গেছে। তবে দেশটিতে কোনো মৃত্যুর ঘটনা এখনো ঘটেনি।