স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা। এঁরা হলেন দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর টেড ক্রুজ এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য পল গোসার। তাঁরা দুজনই ক্ষমতাসী দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এ ছাড়া ৩৪টি অঙ্গরাজ্যে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
রিপাবলিকান পার্টির সম্মেলনে অংশ নেওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসার পর নিজেরাও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন, এমন সন্দেহে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন তাঁরা। স্থানীয় সময় গত রোববার ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে’ কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসার পর তাঁরা নিজেরাই এমন ঘোষণা দেন।
পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ওই দুই সিনেটরের কেউই এখনো করোনায় সংক্রমিত হননি। ভাইরাস সংক্রমণের লক্ষণও আপাতত তাদের মধ্যে নেই। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাতিল করা হয়েছে স্কুল-কলেজের ক্লাস-পরীক্ষা। এ ছাড়া চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টও বাতিল করা হয়েছে।