১০ দিনের মধ্যে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলব : বাইডেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/21/biden.jpg)
তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছে। আর, সাম্প্রতিক সময়ে দুদেশের হুঁশিয়ারি ও পালটা হুঁশিয়ারিতে সে উত্তেজনা আরও বেড়েছে। এমন বাস্তবতায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
চলতি জুলাই মাসের শেষের দিকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন। বুধবার এ কথা নিজেই জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ম্যাসাচুসেটসের একটি পুরোনো তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবায়ু-সম্পর্কিত সফরে যান বাইডেন। সেখান থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি, আগামী ১০ দিনের মধ্যে আমি (চীনের) প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলব।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/21/capture_2.jpg)
এদিকে, বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনা নিয়ে সন্দেহও প্রকাশ করেন বাইডেন। আগামী মাসে পেলোসি দ্বীপরাষ্ট্রটিতে সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর বের হয়েছিল।
বাইডেন বলেন, ‘আমি মনে করি, সামরিক বাহিনী মনে করে যে, এটি (তাইওয়ান সফরে যাওয়া) এখনই ভালো কোনো পরিকল্পনা নয়। তবে, আমি জানি না (সম্ভাব্য এ সফরের) বর্তমান অবস্থা কী।’
অন্যদিকে, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ হুমকি আগেই দিয়ে রেখেছে চীন। বেইজিংয়ের দাবি, এ ধরনের সফর ‘চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।’
অবশ্য তাইওয়ানে সম্ভাব্য এ সফর নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ন্যান্সি পেলোসির কার্যালয়।