ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত বেড়ে ৩২
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৪ জন।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর শহর থেকে উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে যাচ্ছিল।
ভারতের ইস্ট কোস্ট রেলওয়ের প্রধান জেপি মিশ্র জানিয়েছেন, একটি ইঞ্জিন, সাতটি বগিসহ ট্রেনটি ভিজিয়ানাগারাম জেলার কুনেরু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অনেক যাত্রী এখনো ট্রেনের ভেতরে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জেপি মিশ্র আরো জানিয়েছেন, আহতদের স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ২০১৬ সালের নভেম্বরে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় নিহত হন ১৪০ জনের বেশি। ২০১৫ সালের মার্চেও উত্তর প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনা হয়। সে সময় ৩৯ জন নিহত ও ১৫০ জন আহত হন।