পুরো ভারতেই পরীক্ষা হচ্ছে ম্যাগির
উত্তরপ্রদেশ, দিল্লির পর এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নেসলে ইন্ডিয়ার ম্যাগি ইন্সট্যান্ট নুডলস পরীক্ষার নির্দেশ দিয়েছে ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা (এফএসএসএআই)। একই সঙ্গে সংস্থাটি বলেছে, ম্যাগিপণ্যের প্রচারের জন্য দেশের সেলিব্রিটিরাও দায় এড়াতে পারেন না।
আগামী ৫ জুনের মধ্যে পণ্যটির পরীক্ষার প্রতিবেদন দিতে এফএসএসএআই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে সিএনএন-আইবিএন। ম্যাগিপণ্যের প্রচারের জন্য দেশটির সেলিব্রিটিরা ১০ লাখ রুপির জরিমানার মুখোমুখি হতে পারেন বলেও জানানো হয়েছে।
এর আগে দিল্লিতে পরীক্ষার প্রাথমিক প্রতিবেদনে, প্রতি ১৩টি নুডলসের প্যাকেটের মধ্যে ১০টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় সিসা পাওয়া যায়। গড়ে পাঁচটি প্যাকেটের গায়ে মনোসোডিয়াম গ্লুটামেটের (এমএসজি) মাত্রারও উল্লেখ ছিল না।
এর আগে এপ্রিল মাসে দেশটির উত্তরপ্রদেশে সহনীয় মাত্রার চেয়ে আটগুণ বেশি সিসা পাওয়া যায় নেসলে ইন্ডিয়ার এই পণ্যে। সারা ভারতে তুলকালাম কাণ্ডের পর সর্বশেষ তামিলনাডুতে শিশুদের জন্য কৌটায় বাজারজাত করা কোম্পানিটির গুঁড়ো দুধে পাওয়া যায় পোকামাকড়ের লার্ভা (শূককীট) ও চালের পোকা।
এ অবস্থার মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পরীক্ষার প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। এর ভিত্তিতেই অনিরাপদ খাদ্য প্রচার ও বিক্রির দায়ে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি সরকার আজ বুধবার বিষয়টি নিয়ে নেসলে কর্তৃপক্ষের সঙ্গে বসছে।
গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, ওড়িশা, পাঞ্জাব, উত্তরাখন্ড ও আসাম ম্যাগির নুডলস পরীক্ষার জন্য পাঠিয়েছে।