চিঠিতে ট্রাম্পকে কী লিখল সিরিয়ার সেই শিশু?

বানা আলবেদের কথা মনে আছে? সিরিয়ার আলেপ্পোতে পরিবারের সঙ্গে বাস করত সে। সেই সময় আলেপ্পোতে চলছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ। যুদ্ধের তীব্রতা জানাতে বানা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট করে। বিশ্বজুড়ে সাড়া ফেলে তার সেই টুইটার পোস্ট।
বানা এবার চিঠি লিখল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। চিঠিতে ট্রাম্পকে সিরিয়ার শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছে সে। বর্তমানে বানা পরিবারের সঙ্গে তুরস্কে বাস করছে।
এনটিভি অনলাইনের পাঠকদের জন্য চিঠির প্রায় হুবহু অনুবাদ তুলে ধরা হলো।
‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প,
আমার নাম বানা আলবেদ। আমি সাত বছর বয়সী সিরীয় শিশু।
গত বছর আলেপ্পো ছাড়ার আগপর্যন্ত আমি সিরিয়ায় বাস করেছি। সিরিয়া যুদ্ধে ভুক্তভোগী শিশুদের মধ্যে আমিও একজন।
এখন আমি তুরস্কে নতুন বাড়িতে বেশ সুখেই আছি। আলেপ্পোতে আমি স্কুলে যেতাম। কিন্তু সেটি বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়। আমার কিছু বন্ধুও নিহত হয়।
তাদের জন্য আমার খুব কষ্ট হয়। তারা সঙ্গে থাকলে আমরা এখন খেলতে পারতাম। আমরা আলেপ্পোতে খেলতে পারিনি। সেটি ছিল মৃত শহর।
তুরস্কে এখন আমি বাইরে যেতে ও আনন্দ করতে পারি। আমি স্কুলে যেতে পারি, যেখানে আগে কখনো যাইনি। এ কারণেই আপনিসহ (ট্রাম্প) আমাদের সবার শান্তি প্রয়োজন।
যাই হোক, আমার মতো অবস্থায় সিরিয়ার লাখ লাখ শিশু নেই এবং তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে কষ্টে আছে। তারা (শিশু) বড়দের কারণেই কষ্ট পাচ্ছে।
আমি জানি, আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাই আপনি কি সিরিয়ার মানুষ ও শিশুদের সাহায্য করবেন? আপনার সিরিয়ার শিশুদের জন্য কিছু করা উচিত। কারণ, তারা আপনার শিশুর মতো আর আপনার মতোই শান্তি চায়।
আপনি যদি শিশুদের জন্য কিছু করার প্রতিশ্রুতি দেন, তাহলে আমি আপনার নতুন বন্ধু হয়ে গেছি।
সিরিয়ার শিশুদের জন্য আপনি কিছু করবেন, সে অপেক্ষায় রইলাম।’
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।