‘মালয়েশিয়ায় জনশক্তি নিয়োগ হবে সিন্ডিকেট মুক্ত’

‘এক হাজার ২০০ রিক্রুটিং লাইসেন্সধারী থেকে মাত্র দশ জন ব্যবসা করবেন, এটা হতে পারে না। মালয়েশিয়ায় জনশক্তি নিয়োগ হবে সিন্ডিকেট মুক্ত। সব রিক্রুটিং (নিয়োগকারী) এজেন্সির জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে।’
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। গতকাল বুধবার এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,‘অফিশিয়ালি কোনো সিন্ডিকেটের স্থান নেই,আন-অফিশিয়ালি কোনো সিন্ডিকেট থাকলে তা প্রতিহত করা হবে।’ এ সময় অতি মুনাফা লাভের চেষ্টা না করার জন্যও রিক্রুটিং এজেন্টদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি কাজী আনিসুর রহমান বুলবুল, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা,শওকত হোসেন পান্না, মতিউর রহমান, মাহতাব খন্দকার, গৌতম রায়, রাশেদ বাদল, আলী হোসেন, অলিউল্লাহ, মো. ইব্রাহীম খলিল ও শংকর চন্দ্র পোদ্দার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা অহীদুর রহমান অহীদ,আব্দুল হামীদ জাকারিয়া, নকিব উদ্দিন আমিন, শফিকুর রহমান চৌধুরী, তাজুল ইসলাম মান্না, আবুল হোসেন, হুমায়ুন কবির, লিটন দেওয়ান, মোস্তাফা তালুকদার, মিনহাজ উদ্দিন মিরান, আলমগীর হুসাইন, প্রদীপ কুমার বিশ্বাস, শাহজালাল, আয়ুব খান, শাহীন পাটোয়ারি ও কবিরুজ্জামান জীবন।