সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/12/photo-1434078662.jpg)
শিশু সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংগঠন (এনজিও) সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ‘পাকিস্তানবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটিকে এ নির্দেশ দেওয়া হয়।
একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেভ দ্য চিলড্রেনের অফিস এরই মধ্যে সিলগালা করে দিয়েছে পুলিশ। সংগঠনটির বিদেশি কর্মীদের ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।
পাকিস্তান সরকারের এ উদ্যোগের নিন্দা জানিয়েছে লন্ডনভিত্তিক সংগঠনটি। এক বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের বিষয়ে ‘তীব্র আপত্তি’ করেছে।
এর আগে ভুয়া টিকা কর্মসূচির মাধ্যমে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে ধরতে সেভ দ্য চিলড্রেন কাজ করেছে বলে অভিযোগ করে পাকিস্তান। ওই সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাহায্যে সংগঠনটি এমন কাজ করেছিল বলে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে শিশু সুরক্ষা সংগঠনটির পক্ষ থেকে বারবার এ অভিযোগ অস্বীকার করা হয়। ওই টিকা কর্মসূচির প্রধান শাকিল আফ্রিদি কিংবা সিআইএর সঙ্গে তাদের কোনো যোগ নেই বলেও দাবি করা হয়।
সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দেশটির সরকার। তবে দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাদের (সেভ দ্য চিলড্রেন) কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা এমন কিছু করছিল, যা পাকিস্তানের স্বার্থবিরোধী।’