বিদ্যুতের তার ছিঁড়ে বরযাত্রীর বাসে, নিহত ২৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/12/photo-1434122332.jpg)
ফাইল ছবি। এনডিটিভি থেকে
ভারতের রাজস্থানে বরযাত্রীবাহী বাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজস্থানের টনক জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, বিকেলে বরযাত্রী নিয়ে বাসটি যাওয়ার সময় এর ওপর বিদ্যুতের খোলা তার ছিঁড়ে পড়ে। এ সময় বাসটি একটি তিনরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাসযাত্রীরা। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণ জানা যায়নি।
এনডিটিভি আরো জানায়, ঘটনার পরপরই পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ থেকে দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।