দেখুন তো জাদুটি আপনি পারেন কি না?

টাকা-পয়সা অথবা কোনোকিছু হাতের মুঠো থেকে অদৃশ্য করে দেওয়া- এমন জাদু অনেকেই দেখেছেন। হাতের আঙুল ‘অদৃশ্য’ করে দেওয়ার জাদুও বিরল নয়। অবশ্য চাইলে আপনিও পারেন এমন জাদু দেখাতে! ‘অদৃশ্য’ করে ফেলতে পারে নিজের হাতের আঙুল! অন্তত দর্শকরা তো তেমনটিই দেখবে। শুধুই হাতের কারিকুরি!
একই কৌশল অবলম্বন করে জাদু দেখিয়েছেন কু নামের এক জাদুকর। সম্প্রতি তাঁর একটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জাদুকর তাঁর আঙুল অস্বাভাবিকভাবে নড়াচড়া করছেন। শুধু তাই নয়, আঙুল আলাদা করে পুনরায় যুক্ত করছেন।
গত ৩০ এপ্রিল ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওটিতে কু স্বাভাবিকভাবেই কৌশলটি দেখিয়েছেন। অতি স্বল্প সময়ের মধ্যে তিনি সাধারণ উপায়েই আঙুলের বিভিন্ন কসরতের মাধ্যমে জাদুটি দেখান।
ইউটিউবের একজন দর্শক কমেন্টে বলেছেন, ‘আমার মস্তিষ্কে আঘাত হেনেছে।’ অপর একজন লিখেছেন, ‘ভাই! আপনি এত দ্রুত কাজটি করেছেন যে তা বুঝতেই পারিনি। বিষয়টি অস্পষ্ট। অনেক ভালো করেছেন।’
কুর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রতিদিন একটি করে ১০০ দিনের ম্যাজিক শেখানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। তারই অংশ হিসেবে এই ভিডিও তৈরি করেছেন। এটি তাঁর প্রকল্পের ৮৪তম কাজ।
ভিডিওটি দেখে নিন। চেষ্টা করুন জাদুটি আপনিও দেখাতে পারবেন।