চীনে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত

চীনের শানজি প্রদেশে সুড়ঙ্গপথের দেয়ালের সঙ্গে একটি যাত্রীবোঝাই বাস ধাক্কা লেগে ৩৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩ জন।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার রাতে শানজি প্রদেশে কিনলিং সুড়ঙ্গপথে বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে।
বাসটি সিচুয়ান প্রদেশের চেংদু থেকে মধ্যাঞ্চলীয় শহর লুয়াংয়ের দিকে যাচ্ছিল।
সিনহুয়া জানায়, বাসটিতে মোট ৪৯ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দুই শিশুও ছিল।
মঙ্গলবার রাতে সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২০ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত হন। এ শোক কাটিয়ে উঠতে না উঠতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৩ সালে চীনে সড়ক দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ লোক প্রাণ হারিয়েছিলেন।