উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রস্তুতি চলছে!
আগামী সপ্তাহ থেকে কোরীয় উপদ্বীপ অঞ্চলে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া। আর ওই মহড়াকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার অস্ত্র সমৃদ্ধকরণের জবাব দিতে আগামী সপ্তাহেই মিত্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়া শুরু করবে তারা। এরপরই উত্তরের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে ‘ডং ইলবো ডেইলি’ নামের একটি সংবাদমাধ্যম।
দক্ষিণ কোরিয়া সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, উত্তর কোরিয়ার বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী পিয়ংইয়ং ও এর উত্তরাঞ্চলে নেওয়া হচ্ছে বলে দেখা গেছে স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর ক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রগুলোর।
ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আঘাত হানতে সক্ষম বলে ধারণা বিশেষজ্ঞদের। এ ছাড়া সেগুলোর মধ্যে হোয়াসং-১২ ক্ষেপণাত্রও থাকতে পারে।
আগামী সপ্তাহের যৌথ মহড়ার নেতৃত্বে থাকবে মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রেগ্যান। মহড়ায় যোগ দিতে দক্ষিণ কোরিয়ার বুসান নৌবন্দরে পৌঁছেছে পরমাণু শক্তিচালিত মার্কিন ডুবোজাহাজ ইউএসএস মিশিগান। এর আগে পাঁচ দিনের সফর শেষে দক্ষিণ কোরিয়া ছেড়ে যায় আরেকটি মার্কিন ডুবোজাহাজ ইউএসএস টুসন।