নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তাদের দ্বিপক্ষীয় বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তির পর এই প্রথম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোনো দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিলেন। আজ সোমবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল দ্বিপক্ষীয় এই সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকে দুই দেশের সীমান্তে অপরাধপ্রবণতা, মাদক চোরাচালান, জালনোট পাচার, জঙ্গিতৎপরতা, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের কাজকর্ম, দুই দেশের সীমান্তে উন্নয়নমূলক কাজ, অনুপ্রবেশের সমস্যা ও নারী পাচার এবং দুই দেশের আস্থা বাড়ায় এমন বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলে আছেন বিজিবির যশোর, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠকের নেতৃত্বে ২৪ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন।