সিডনিসহ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে খারাপ আবহাওয়ার পূর্বাভাস

সাগরে নিম্নচাপের কারণে আগামীকাল মঙ্গলবার সিডনিসহ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দীর্ঘ সময় ভারি বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে সিডনি শহরের ওপর বজ্রসহকারে বৃষ্টি হয়েছে। আজকের এই বৃষ্টিপাত স্বল্প সময়ের জন্য হলেও নিম্নচাপের কারণে এটি দীর্ঘস্থায়ী হবে। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসবিষয়ক কর্মকর্তা রব ট্যাগার্ট বলেন, নিম্নচাপের কারণে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও সিডনি শহরের ওপর দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের পুরো প্রভাব পড়বে সিডনি শহরের ওপর। এ ছাড়া দক্ষিণ উপকূলের ইলাওরা এলাকা এবং লাচলান ও নেপিয়ান নদীতে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সব এলাকায় বন্যার আশঙ্কা ৭০ শতাংশ। এ ছাড়া অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের আরো অনেক স্থানে হঠাৎ বন্যা দেখা দিতে পারে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সিডনি শহরে তিন থেকে চার ঘণ্টা টানা বৃষ্টিপাত হতে পারে। এতে বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ১০-২০ মিলিমিটার পর্যন্ত।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রব ট্যাগার্ট বলেন, তীর থেকে নিকট দূরত্বে থাকা নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সিডনিতে ২০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাবে ইলাওরা এলাকার সমুদ্র উপকূল উত্তাল থাকবে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আজ সোমবার সিডনি শহরের অনেক এলাকায় অল্প সময়ের জন্য হলেও ভারি বৃষ্টিপাত হয়েছে। শহরে উত্তর-পূর্বের বাউলখাম হিল এলাকায় মাত্র ১০ মিনিটেই বৃষ্টিপাত ১০ মিলিমিটার ছাড়িয়েছে। আর পেনরিথ এলাকায় বৃষ্টিপাত হয়েছে ১৫ মিলিমিটার। অবজারভেটরি হিলে বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার।