তিহার জেলের ভ্যানে হাতাহাতি, মৃত ৩

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত দেশটির সবচেয়ে বড় কারাগারগুলোর অন্যতম তিহার জেলের একটি প্রিজনভ্যানে কয়েদিদের মধ্যে হাতাহাতিতে তিনজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার বিকেলে দিল্লির রোহিনী আদালত থেকে তিহার জেলে আনার সময় প্রিজনভ্যানের মধ্যেই সংঘর্ষ বাধে বন্দিদের। এতে ঘটনাস্থলেই পারশ গোল্ডি ও প্রদীপ ভোলা নামের দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় আরো পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে আজ বুধবার ভোরে ধীরাজ সিং নামের আরেকজন মারা যান।
এদিকে এ ঘটনার পর অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলছে জেনেও নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী ভ্যান থামানোর চেষ্টা করেননি। ভ্যান নিয়ে তাঁরা সোজা চলে যান ভগবান মহাবীর হাসপাতালে। সেখানেই দুই বন্দিকে মৃত ঘোষণা করা হয়। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, নীরজ বাওয়ানা ও পারশ গোল্ডির অনুগামী দুই দল বন্দির মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় মঙ্গলপুরী থানায় খুনের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। এদিন বন্দিদের জেলে ফিরিয়ে আনার দায়িত্বে ছিল দিল্লি পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের কর্মীরা। তা সত্ত্বেও কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
এ ঘটনার মাত্র কয়েক দিন আগেই তিহার জেলে এক বন্দিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল অপর চার বন্দির বিরুদ্ধে। পাশাপাশি দেশটির অন্যতম সুরক্ষিত এই জেল থেকে বন্দি পালানোর ঘটনাও ঘটেছে।