৬৮-তে ফাগুন এলো জীবনে!

বয়স যাই হোক প্রেম বা বিয়ের ক্ষেত্রে তা কোনো বাধা নয়। পাত্রের বয়স ৬৮ আর পাত্রীর বয়স যদি ৪৪ বছরও হয়, তবে তাতে কী এসে যায়? জীবনে ফাগুন যে কোনো সময়ই আসতে পারে। এ ক্ষেত্রে অসময় বলে কিছু নেই।
আর তাই তো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চুপি চুপি বিয়েটা সেরেই ফেললেন ভারতের মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং (৬৮)। আর যার সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধলেন, তিনি হলেন ভারতের রাজ্যসভা টিভির সঞ্চালক অমৃতা রাই (৪৪)।
যদিও এই মুহূর্তে দিগ্বিজয় আমেরিকায় আর ছুটিতে রয়েছেন অমৃতা। তারপরেও বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে।
২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান দ্বিগ্বিজয় সিংয়ের স্ত্রী আশা সিং। চার মেয়ে ও এক ছেলে রয়েছে তাঁদের। এর মধ্যে দ্বিগ্বিজয়ের ছেলে জয়বর্ধন সিং মধ্যপ্রদেশের রাঘোগড়ের বিধায়ক।
দ্বিগ্বিজয় ও অমৃতার প্রেম শুরু হয় গত বছর। এ সময় তাঁদের দুজনের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হৈ চৈ পড়ে যায়। চাপে পড়ে একসময় অমৃতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করেন দ্বিগ্বিজয়। সেই সময় তিনি আরো জানান, অমৃতা ও তাঁর স্বামী পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। আইনত সেই মামলায় তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটলে অমৃতাকে সামাজিক স্বীকৃতি দেবেন তিনি। একই কথা স্বীকার করে নিয়েছিলেন অমৃতাও।
শেষ পর্যন্ত কথা রাখলেন তাঁরা।