ভুয়া ডিগ্রি, শাস্তির ভয়ে ইস্তফা তিন হাজার শিক্ষকের!

ভুয়া ডিগ্রি আর জাল প্রশংসাপত্র দেখিয়ে চাকরি নিয়েছেন ভারতের বিহার রাজ্যের প্রায় ৪০ হাজারের বেশি শিক্ষক। আর এই ভুয়া ডিগ্রিধারী শিক্ষকদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে- রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এমন ঘোষণার পর শাস্তির ভয়ে ইস্তফা দিয়েছেন তিন হাজারের বেশি শিক্ষক!
টাইমস অব ইন্ডিয়া জানায়, চলতি বছরের শুরুর দিকে রাজ্যের কয়েকটি সরকারি স্কুল-কলেজে ভুয়া সার্টিফিকেটধারী শিক্ষক ধরা পড়ে। এরপর এক তদন্ত কমিটি গঠনের পর বেরিয়ে আসে থলের বেড়াল। জানা যায়, ২০০৬ সাল থেকে রাজ্যটিতে প্রচুর ভুয়া শিক্ষক নিয়োগ পেয়েছেন। সংখ্যাটাও নেহাত কম নয়। প্রায় ৪০ হাজার! বিষয়টি নিয়ে পরে কয়েকটি মামলাও দায়ের করা হয়।
তদন্ত প্রতিবেদন হাতে আসার পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গত শনিবার জানান, ভুয়া সার্টিফিকেটধারী চাকরিজীবীদের হাতে যেকোনো মুহূর্তে লাগতে পারে হাতকড়া।
এ ছাড়া পাটনা হাইকোর্ট চলতি মাসেই নির্দেশ দেন, যেসব শিক্ষক ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরি নিয়েছেন, হয় তাঁরা ইস্তফা দিন, অথবা আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। আরো বলা হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যাঁরা পদত্যাগ করবেন না, তাঁদের শাস্তির সাথে সাথে ফেরত দিতে হবে বেতনে পাওয়া সম্পূর্ণ টাকা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুখ্যমন্ত্রী আর হাইকোর্টের নির্দেশ এই দুই ভয়েই নাকি পদত্যাগের হিড়িক পড়ে গেছে বিহারে। শাস্তির ভয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন প্রায় তিন হাজার শিক্ষক।