ভারতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৯০

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ঝাবুয়া জেলার একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও শতাধিক। যত সময় যাচ্ছে, ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে। এ ঘটনায় রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ঝাবুয়া জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে পেতলাওয়াদ পৌর এলাকার একটি বাসস্ট্যান্ডের পাশে সেথিয়া রেস্তোরাঁয় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেস্তোরাঁর একতলা ভবনটি ধসে যায়।
পেতলাওয়াদের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (এসডিওপি) এ আর খান বলেন, ওই ভবনে রাজেন্দ্র তাতওয়া নামে এক ব্যক্তি বিস্ফোরক মজুদ করে রেখেছিলেন। তাঁর এ-সংক্রান্ত লাইসেন্স রয়েছে। তিনি বলেন, এখনো অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রগুলো ধারণা করছে, আতশবাজি থেকে বিস্ফোরণ হতে পারে। এ বিস্ফোরণে আশপাশের কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।