সুদানের প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত, নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/04/11/photo-1554990821.jpg)
প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। দেশটির শাসনভার নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। এরইমধ্যে বশিরকে গ্রেপ্তারও করেছে দেশটির সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ওই ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী আউয়াথ বিন অউফ। তিনি জানান, আগামী দুই বছর সুদানের শাসনভারে দায়িত্ব নিচ্ছে দেশটির সেনাবাহিনী। তিন মাসের জন্য জরুরি অবস্থাও ঘোষণা করেন তিনি।
প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী খার্তুমে বিক্ষোভ করে। কয়েক মাস ধরে বশিরের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছিল সুদানে। বশিরকে গ্রেপ্তারের কথা জানানো হয়। তবে কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি। মন্ত্রী ইবনে অউফ জানান, বশিরের শাসনামলে দেশের ব্যবস্থাপনা দুর্বল, দুর্নীতি ব্যাপক এবং ন্যায়বিচারের উপস্থিতি কমে যায়।
ইবনে অউফ জানান, সুদানের সংবিধান বাতিল করা হয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
সুদানের একটি বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক বন্দিদের মুক্ত করে দেওয়া হচ্ছে।