ভূত ভেবে বন্ধুকে পিটিয়ে হত্যা!

হরর সিরিয়াল ‘দ্য ওয়াকিং ডেড’-এর পাঁড়ভক্ত ডেমন পেরি। এইচবিওর এই জনপ্রিয় টেলিভিশন সিরিজে ভূত-প্রেতদের কাজকর্মে একটু বেশিই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এই মেক্সিকান যুবক। বন্ধুকে ইলেকট্রিক গিটার দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। কারণ তাঁর ধারণা হয়েছিল, বন্ধুটি ‘জোম্বি’ বা এক রকমের জীবন্মৃত প্রেতে রূপান্তরিত হচ্ছিল!
বাজফিডের খবরে জানা গেল, এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ডেমনকে।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে জানা গেছে, নিহত ব্যক্তির নাম ক্রিস্টোফার প্যাকুইন (২৩)। এই হত্যাকাণ্ডের সময়ে ডেমন অতিরিক্ত মদ্যপানের কারণে একেবারেই প্রকৃতিস্থ ছিলেন না বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ডেমনের অ্যাপার্টমেন্টের পাশের একটি ফ্ল্যাট থেকে ৯১১-এ ফোন করে এই খবর জানানো হয়। সে সময় নাকি ডেমন ছুরি হাতে রাস্তায় লোকজনকে ধাওয়া করছিলেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেওবি জানায়, পুলিশ এসে পৌঁছানোর সময় দুজন নির্মাণশ্রমিক ডেমনকে আটকে রেখে শান্ত করার চেষ্টা করছিলেন। এর কিছু বাদে হতভাগ্য প্যাকুইনকে একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় আবিষ্কার করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সরাসরি মন্তব্য না করলেও একজন জানান, ডেমন ও প্যাকুইন অ্যাপার্টমেন্টে বসে মদ্যপান করছিলেন। এমন সময়ই নাকি ডেমন লক্ষ করেন, প্যাকুইনের মধ্যে পরিবর্তন ঘটছে এবং সে জোম্বিতে পরিণত হচ্ছে। প্যাকুইন নাকি জোম্বি হয়ে তাঁকে কামড়ে দেওয়ার চেষ্টা করেন। তখনই ডেমন তাঁকে পিটিয়ে হত্যা করেন।
হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করে ডেমনের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে চিবোলা কাউন্টি ডিটেনশন সেন্টারে। সে সঙ্গে তাঁর বিরুদ্ধে আট লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।