তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮০ অভিবাসী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/07/05/photo-1562291534.jpg)
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৮০ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে জানা গেছে।
তিউনিসিয়ার জারজিস উপকূলে এ নৌকাডুবির ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তাঁদের একজন মারা যান বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাগর থেকে উদ্ধার হওয়া মালির তিন নাগরিক জানিয়েছেন, তাঁরা লিবিয়ার জোয়ারা থেকে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে থেকে অভিবাসনপ্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়ার এই সমুদ্রপথ ধরেই ইউরোপে পাড়ি দিয়ে থাকেন।
উদ্ধার হওয়া একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিতে পানি উঠছিল। তারপর তিন ঘণ্টার মধ্যে সেটি ডুবে যায়। তখন তাঁরা কাঠের টুকরো ধরে সমুদ্রে ভেসে ছিলেন। সেখান থেকেই তাদের উদ্ধার করা হয়।
‘আমরা চারজন একটি কাঠের টুকরা ধরেছিলাম। প্রবল ঢেউ এসে আমাদের আঘাত করছিল। তারপর সেটি ধরেই আমরা বেঁচে ছিলাম,’ বলেন ওই অভিবাসনপ্রত্যাশী।
গত মে মাসে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৫ জনের প্রাণহানি হয়। তাঁদের মধ্যে অন্তত ৩৭ জন ছিলেন বাংলাদেশি।