পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিধসে নিহত ৭

ভারি বৃষ্টির ফলে হওয়া ভূমিধসে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সাতজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, শনিবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওলাকোট শহরে ভূমি ধসে চারটি বাড়ি ধ্বংস হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
রাওয়ালকোট শহরের সহকারী কমিশনার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত দুটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারীরা বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে। তিনি আরো জানান, নগরীতে ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এই সময় মাঝারি বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং আরো ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে জুলাইয়ে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলুম উপত্যকায় বজ্রপাত ও ভারি বর্ষণে মসজিদ এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে কমপক্ষে ২৮ জন নিহত এবং আরো কয়েকজন নিখোঁজ হয়েছিল।