পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/paakistaan_thaamb_0.jpg)
পাকিস্তানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে একটি শ্রমিক বহনকারী গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ-পশ্চিম হারনাই জেলায় এই ঘটনা ঘটে। খবর এএফপির।
পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি জানান, হারনাই জেলায় এই বোমা বিস্ফোরণ হয় । এতে ১০ জন খনি শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একই জেলার আরেকজন সিনিয়র সরকারি কর্মকর্তা সেলিম তারিন বলেন, ‘শ্রমিকরা কাজের জায়গা থেকে বাজারে কেনাকাটার জন্য যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের গাড়িটি আক্রমণের শিকার হয়’।
সেলিম তারিন আরও বলেন, এটি ছিল ‘একটি আইইডি বিস্ফোরণ। আমরা হামলার তদন্ত করছি।’
হারনাই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার (১০৪ মাইল) দূরে অবস্থিত একটি জেলা।
কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচ লিবারেশন আর্মি প্রায়শই অন্যান্য প্রদেশের নিরাপত্তা বাহিনী বা পাকিস্তানিদের, বিশেষ করে বেলুচিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে মারাত্মক হামলার দাবি করে থাকে।