শান্তি আলোচনায় ইইউকে চায় না ইসরায়েল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/30/photo-1448842013.jpg)
ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) রাখতে চায় না ইসরায়েল। অধিকৃত অঞ্চলে উৎপাদিত পণ্যে লেবেল এঁটে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইইউর বিরুদ্ধে এমন ব্যবস্থা নিচ্ছে দেশটি।
আলজাজিরার খবরে বলা হয়, গত ১১ নভেম্বর ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনায় উৎপাদিত কৃষিজাত ও কসমেটিক পণ্যের ওপর বাধ্যতামূলক লেবেল এঁটে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ। ওই অঞ্চলগুলোর কারখানায় উৎপাদিত মদ, মধু, ডিম, অলিভ ওয়েল এবং মুরগির মাংসের মোড়কেও লেবেল দিতে বলা হয়।
২৮ জাতির সংগঠনটির ওই সিদ্ধান্তে বেজায় চটে যায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ইইউর উচিত ‘লজ্জিত হওয়া’।
প্রতিবাদ হিসেবে ইসরায়েলে থাকা ইইউর দূতকে তলবও করে ইসরায়েল। এবার আলোচনার প্রক্রিয়া থেকেই জোটটিকে সরিয়ে দিয়েছে দেশটি।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহসন রোববার গণমাধ্যমকে বলেন, ফিলিস্তিনের সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ায় ইইউভুক্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পুনর্মূল্যায়ন করতে বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মূল্যায়ন শেষ হওয়া পর্যন্ত ইইউভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।