ইইউর সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনা বন্ধের ঘোষণা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/30/photo-1448896069.jpg)
ফিলিস্তিন ইস্যুতে দ্বন্দ্বের জের ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইহুদি বসতি থেকে আমদানি করা পণ্যের লেবেলিং করার ইইউর সিদ্ধান্তের জবাবে আজ সোমবার এ ঘোষণা দিল দেশটি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়ন ও তাদের প্রতিনিধিদের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দেশটি এককভাবে ইউরোপের বিভিন্ন দেশ, যেমন—জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নয়।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তা সায়েব এরাকাত বলেন, ‘লেবেলিং ইস্যুকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে ইইউকে সরিয়ে নিতে বাধ্য করাই ইসরায়েলের সিদ্ধান্তের লক্ষ্য।
সায়েব এরাকাত আরো বলেন, ‘ইসরায়েল এরই মধ্যে শান্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু ইইউ আমাদের অংশীদার এবং আমরা তাদের শ্রদ্ধা করি।’
এর আগে গত ১১ নভেম্বর ইইউর সিদ্ধান্তে বলা হয়েছে, ইহুদি বসতি থেকে আদমানি করা পণ্য আলাদাভাবে লেবেলিং করতে হবে। এবং এসব পণ্যে ‘মেড ইন ইসরায়েল’ লেখা থাকবে না।