সৌদি নারী বিজ্ঞানীর গুরুত্বপূর্ণ আবিষ্কার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1450023641.jpg)
মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে ও মাটিতে পাওয়া যায় এমন একটি গোলকৃমি থেকে সার তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন এক সৌদি নারী বিজ্ঞানী। অস্ট্রেলিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ওই নারীর উদ্ভাবিত পদ্ধতি কৃষিক্ষেত্রে বড় অবদান রাখবে বলেই মনে করেন বিজ্ঞানীরা।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, বাসমা আশোর খাল্লাফ নামের সৌদি নারী অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটির গবেষক। পিএইজডিরত এই গবেষকের বিষয় হলো জীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি। মাটিতে ও মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে থাকা গোলকৃমির ডিম নিয়ে গবেষণা করেন বাসমা। এই ডিম থেকে প্রাকৃতিক সার তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, সৌদি নারী গবেষক বাসমা আশোরের আবিষ্কার কৃষির উন্নয়নে বড় ভূমিকরা রাখবে।
এরই মধ্যে ফোন করে বাসমা আশোরকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত সৌদি আরবের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা। আর অস্ট্রেলিয়া ও সৌদি আরবের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বাসমার আবিষ্কারে আগ্রহ প্রকাশ করেছে।