মিস ইরাককে অপহরণের হুমকি আইএসের
সুন্দর জিনিসের মর্যাদা বোধহয় আসলেই বোঝে না মধ্যপ্রাচ্যের ভয়ংকর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাদের বুঝি ধ্বংসেই যত আনন্দ। এর আগে সিরিয়ার পালমিরায় বিশ্ব ঐতিহ্যের অংশ দুই হাজার বছরের পুরোনো মন্দির ধ্বংস করেছিল এই জঙ্গি সংগঠন। আর এবার মাত্র কদিন আগে ইরাকের সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী সায়মা আবদেল রহমানকে অপহরণের হুমকি দিয়ে সংগঠনটি বুঝিয়ে দিয়েছে ধ্বংসই তাদের কাজ।
১৯৭২ সালের পর এ বছরই প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ইরাকের সুন্দরী প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দেশের সুন্দরীতম মহিলার মুকুট পরেছিলেন সায়মা। আর আজ বৃহস্পতিবার ২০ বছর বয়সী সেই সায়মাকেই টেলিফোনে অপহরণের হুমকি দিল আইসিস।
যুক্তরাজ্যের ডেইলি মেইলকে সায়মা বলেন, সেরা সুন্দরীর মুকুট মাথায় পরার পর থেকে প্রতিদিনই নানা হুমকি আসছিল। কিন্তু সবচেয়ে ভয়ানক হুমকিতে ফোনটা এলো আইসিস জঙ্গি হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে। হুমকির সুরে ওই ব্যক্তি বলেন, আইএসের দলে নাম না লেখালে, যেকোনো দিন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে।
এদিকে সায়মাও বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল সুন্দরীই নন, সাহসীও বটে। ডেইলি মেইলকে তাই তিনি বলেছেন, এসব হুমকিতে তিনি ভয় পান না। এটা প্রমাণ করার সময় এসেছে যে ইরাকি সমাজে নারীদের নিজস্ব অস্তিত্ব আছে।
গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদের এক হোটেলে আয়োজিত হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা। কিন্তু এই সুন্দরী প্রতিযোগিতাকে ইসলামবিরোধী বলে দেশের মধ্যে বিরোধ শুরু হয়।