রাশিয়া আর যুক্তরাষ্ট্র আইএসের কিছুই করতে পারেনি : বাগদাদি
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আর রাশিয়া আইএসের কিছুই করতে পারেনি। আইএসের এক অডিও বার্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট।
অডিও বার্তায় বাগদাদি ‘অবিশ্বাসীদের’ ওপর মুসলমানদের হামলা জোরদার করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া একই অডিও বার্তায় বাগদাদি ইসরায়েলে হামলারও হুমকি দেন।
শনিবার আইএসের টুইটার অ্যাকাউন্টে ২০ মিনিটের অডিও বার্তাটি পোস্ট করা হয়। তবে নতুন এই বার্তার সত্যতা কোনো নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম। এর আগে সর্বশেষ গত মে মাসে বাগদাদির অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল।
অডিও বার্তায় বাগদাদি দাবি করেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা আইএসকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি। বাগদাদি বলেন, ‘বিশ্বাস রাখুন, যাঁরা আল্লাহর প্রার্থনা করেন, তাঁদের বিজয়ী করবেন আল্লাহ। আর ভালো খবরটি শুনুন, আমাদের রাষ্ট্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে। লড়াই যত তীব্র হবে এই রাষ্ট্র ততই পবিত্র হবে এবং ততই অজেয় হয়ে উঠবে এটি।’
ইসরায়েলে হামলার হুমকি দিয়ে বাগদাদি বলেন, ‘ইসরায়েলিরা ভাবছে আমরা প্যালেস্টাইনকে ভুলে গেছি। কিন্তু বিষয় সেটা না। আমরা প্যালেস্টানইকে এক মুহূর্তের জন্যও ভুলিনি।’
বাগদাদি আরো বলেন, ‘আল্লাহর সহায়তায় আমরা প্রতিদিন তোমাদের (ইসরায়েল) কাছে আসছি। ইসরায়েলিরা শিগগিরই আমাদের প্যালেস্টাইনে দেখবে। পুরো বিশ্ব এই মুহূর্তে আমাদের বিরুদ্ধে লড়ছে।’