বিমানবালা হতে পারবেন না সৌদি নারীরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/29/photo-1451394617.jpg)
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সৌদিয়া) দেশটির কোনো নারীকে আর বিমানবালা হিসেবে নিয়োগ দেবে না। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটির মুখপাত্র আবদুল রহমার আল ফাহাদ এ কথা জানিয়েছেন। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, আবদুল রহমান বলেছেন, নারী গ্রাহকসেবা শাখায় কাজ করতে পারবেন সৌদি নারীরা। দেশজুড়ে এবং স্থানীয় বিমানবন্দরগুলোতে এর কার্যালয় রয়েছে।
সৌদি নারীরা ভবিষ্যতে বিমানের ভেতর কিংবা সরাসরি টিকেট কাউন্টাগুলোতে কাজ করতে পারবে কি না সে বিষয়ে প্রশ্ন উঠলে মুখপাত্র কোনো কথা বলেননি। তবে তিনি বলেন, নারীরা সেসব খাতে যোগ দিতে পারেন, যেখানে শুধু নারীদের জন্য পণ্য বিক্রি হয়।
মুখপাত্র বলেন, সৌদি নারীরা বিমান সংস্থাগুলোতে কাজ করতে পারেন, তবে আর্থিক খাত ও তথ্যপ্রযুক্তি বিভাগে।