ইসরায়েলে পানশালায় বন্দুকধারীর গুলি, নিহত ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/02/photo-1451707134.jpg)
ইসরায়েলের জনবহুল নগরী তেল আবিবের একটি পানশালায় (বার) অস্ত্রধারীর অতর্কিত গুলিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন।
জেরুজালেম পোস্টের খবের বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে তেল আবিবের ব্যস্ততম এলাকা ডাইজেনগফ স্ট্রিটে এ ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তিনজনের অবস্থা শঙ্কামুক্ত। আর একজন সামান্য আহত হন।
ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি তাঁর পিঠে থাকা ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি করতে থাকেন।
বিবিসির খবরে বলা হয়, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে নগরীর বিভিন্ন স্থানে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। বিভিন্ন রাস্তায় বেষ্টনী দেওয়া হয়েছে।
কী কারণে এই ঘটনা ঘটেছে তার কারণ স্পষ্ট নয়। তবে কয়েক মাস ধরে চলা ফিলিস্তিনিদের আক্রমণের ধারাবাহিকতায় এটি হতে পারে বলে ধারণা করছে ইসরায়েলি পুলিশ।
পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বিবিসিকে জানিয়েছেন, ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে, তা স্পষ্ট নয়। যদি এটি সন্ত্রাসী হামলা হয়, তাহলে এটি একটি চক্রান্ত হতে পারে।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, যে ব্যক্তিকে ফুটেজে দেখা গেছে, তাঁর বাবা ছেলেকে চিনতে পেরেছেন।