ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল আজ সকালেই। এবার ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কচ্ছেদ ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব।
গত শনিবার সৌদি আরবে শিয়া মুসলিমদের নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর দুই দেশের মধ্যে উত্তেজিত পরিস্থিতির জের ধরেই এ সম্পর্ক ছিন্নের ঘটনা ঘটল।
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের প্রায় আট ঘণ্টা পর দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কচ্ছেদ ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। তবে ইরানি তীর্থযাত্রীরা মক্কা ও মদিনায় পবিত্র স্থান পরিদর্শন করতে পারবেন বলে জানান তিনি।
গতকাল রোববার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়। আর সেই হামলার ঘটনার পর আজ সোমবার সকালে আদেল আল জুবেইর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে অবস্থান করা ইরানের সব কূটনীতিককে নিজের দেশে ফিরে যেতে হবে। সে সঙ্গে ইরান থেকেও নিজেদের কূটনীতিক ও কর্মীদের ফিরিয়ে আনা হবে।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণার পর সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বাহরাইন ও সুদানও। এ ছাড়া আরব বিশ্বের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সম্পর্ক সীমিত করে আনার ঘোষণা দেয়।