সৌদি আরবে হামলা চালাতে বলল আল-কায়েদা

নিজেদের ৪৩ জন সদস্যের প্রাণদণ্ডাদেশ কার্যকর করায় সৌদি আরব ও তাঁর পশ্চিমা মিত্র দেশগুলোর ওপর হামলা চালানোর আহ্বান জানিয়েছে আল-কায়েদা।
আজ বৃহস্পতিবার এক অডিও বার্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সাইট। সাইট জানিয়েছে, গত মঙ্গলবার ওই অডিও বার্তা প্রকাশ করেছে আল-কায়েদা।
রয়টার্স জানিয়েছে, চার শিয়া মুসলিমসহ এসব ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার মূল্য সৌদি আরবকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আল-কায়েদা।
অডিও বার্তা আল-কায়েদার মুখপাত্র আয়মান আল জাওয়াহিরি সৌদি আরবের আল সাউদ বংশকে উচ্ছেদ এবং দেশটি ও এর পশ্চিমা জোটে হামলা চালানোর আহ্বান করেন।
জাওয়াহিরি বলেন, ‘ ওই পঁচে যাওয়া সাম্রাজ্য যা আপনার ধর্ম এবং আপনার জীবন নষ্ট করে চলেছে? সৌদির উদ্দেশে তিনি বলেন, ইহুদি- ক্রুসেডারদের মাধ্যমে যন্ত্রণা দেওয়াই তোমার জন্য শ্রেষ্ঠ প্রতিশোধ হবে।’
বলা হয় অভিযুক্ত ৪৩ জন ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন সিরিজ হামলার সঙ্গে জড়িত ছিল। এসব হামলায় শত শত স্থানীয় বাসিন্দা ও বিদেশি মানুষ নিহত হয়।