জরুরি সভা ডেকেছে ওআইসি

জরুরি সভা আহ্বান করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী বৃহস্পতিবার সংস্থার সদর দপ্তর জেদ্দায় সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক আহ্বান করা হয়েছে।
আজ রোববার বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে সৌদি কনস্যুলেট জেনারেল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে আলোচনার জন্য সভাটি ডেকেছে সৌদি আরব।
ওআইসির সেক্রেটারি জেনারেল আইয়্যাদ আমিন মাদানি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবেল আল জুবায়েরের কাছ থেকে এ বিষয়ে চিঠি পেয়েছেন। বেশির ভাগ সদস্য রাষ্ট্র বৈঠকের ব্যাপারে অনুমোদনও দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।