আইএস নিয়ে টার্নবুল ওবামা বৈঠক

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কর্মপন্থা ঠিক করতে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যলয় হোয়াইট হাউসে দুই বিশ্বনেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবিসি জানিয়েছে, আইএসের বিরুদ্ধে গঠিত জোটে বড় অবদান রাখছে অস্ট্রেলিয়া। জোটের সেনা পাঠানোর দিক থেকে দ্বিতীয় তারা। তবে, সম্প্রতি নতুন করে আরো সেনা পাঠাতে যুক্তরাষ্ট্রের অনুরোধ রাখেনি অস্ট্রেলিয়া।
জানা গেছে, ইরাক ও আফগানিস্তানে মোতায়েন অস্ট্রেলিয়ার সেনাদের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াশিংটন পৌঁছান ম্যালকম টার্নবুল। গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এটিই টার্নবুলের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
বৈঠকের আগে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সিরিয়া, ইরাকসহ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা হবে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অস্ট্রেলিয়া।
একই সংবাদ সম্মেলনে ম্যালকম টার্নবুল বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তির ওপরই নির্ভর করে বিশ্বশান্তি। আর এ জন্যই কাজ করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। পরে হোয়াইট হাউসে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওভাল কার্যালয়ে দুই নেতা বৈঠকে বসেন।