ইসলামে দাবা হারাম : সৌদি গ্র্যান্ড মুফতি
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ বলেছেন, ইসলামে দাবা নিষিদ্ধ। এ খেলা জুয়াকে উৎসাহিত করে এবং সময় নষ্ট করে।
দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়, টেলিভিশনে একটি অনুষ্ঠানে প্রশ্নোত্তরপর্বে দাবাকে হারাম বলেন গ্র্যান্ড মুফতি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দাবা জুয়ার মধ্যে পড়ে।’ এটা ‘সময় ও অর্থের অপচয় এবং খেলোয়াড়দের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা তৈরি করে’।
প্রশ্নোত্তরপর্বের পর দাবাকে হারাম বলে ফতোয়া দেন গ্র্যান্ড মুফতি। তবে ঠিক কোন সময়ে তিনি ফতোয়াটি দিয়েছেন, তা জানা যায়নি।
ফতোয়ার পক্ষে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে আবদুল আজিজ আল-শেখ বলেন, ‘নেশাজাতীয় দ্রব্য, জুয়া, মূর্তিপূজা...’ কোরআনে নিষিদ্ধ।
এর আগে ইরাকের সর্বোচ্চ শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিসতানি দাবাকে নিষিদ্ধ করে ফতোয়া দিয়েছিলেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানেও দাবা নিষিদ্ধ ছিল। পরে ১৯৮৮ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।