গুগলে ‘গরু’ খোঁজেন ভারত ও বাংলাদেশিরা, পাকিস্তানিরা খোঁজেন ‘বিয়ে’!

একটি দেশের মানুষ অপর দেশের মানুষের চেয়ে আলাদা। তবে এরপরও তাঁদের চাহিদার কিছু মিল পাওয়া যায়। আর এই চাহিদার মিল-অমিলের বিষয়টি ভালোভাবে বোঝা যায় গুগলের অনুসন্ধানে। গত বছরের গুগলের অনুসন্ধানে বাংলাদেশিরা সবচেয়ে বেশি যে শব্দ দিয়ে অনুসন্ধান করেছে তা হলো ‘কাউ’ বা গরু। ভারতীয়দের অনুসন্ধানের শীর্ষ শব্দও এই ‘গরু’। আর পাকিস্তানিরা খোঁজে ‘ওয়েডিং’ বা বিয়ে।
ফিক্স ডটকম নামক একটি ওয়েবসাইটের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বিভিন্ন দেশে গুগল অনুসন্ধানে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলোর কথা জানিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত ও বাংলাদেশ ছাড়াও আফ্রিকার দেশ ইথিওপিয়া, সোমালিয়া, সুদান, মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকার মানুষও গুগলে সবচেয়ে বেশি খোঁজে ‘গরু’।
টাইম অব ইন্ডিয়া আরো জানিয়েছে, গুগলে চীনারা সবচেয়ে বেশি খোঁজেন ‘ইলেকট্রনিকস’, জার্মানরা ‘বিয়ার’, কানাডীয়রা ‘পাসপোর্ট’, মার্কিনিরা ‘পেটেন্ট’।
দেশের স্থলে সবচেয়ে বেশি খোঁজা শব্দ দিয়ে প্রতিটি মহাদেশের বিশেষায়িত মানচিত্র দেওয়া হলো। এই মানচিত্রগুলো ফিক্স ডটকম থেকে নেওয়া হয়েছে।
আফ্রিকা
অ্যাঙ্গোলা, গাম্বিয়া, কঙ্গোসহ আফ্রিকার অনেক দেশে ‘ফুড’ বা খাবার শব্দটি খোঁজা হয় সবচেয়ে বেশি। ইথিওপিয়া, সোমালিয়া, সুদান, মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকার মানুষ সবচেয়ে বেশি খোঁজে ‘গরু’। আলজেরিয়া, লিবিয়া, নামিবিয়ার মানুষ খোঁজে ‘পেট্রল’। তবে মাউরুতিয়ানার মানুষ এখনো খোঁজে ‘স্লেভ’ বা দাস।
এশিয়া
চীনারা বেশি খোঁজে ‘ইলেকট্রনিকস’, ভারত ও বাংলাদেশ ‘গরু’, সৌদি আরব ও ইরান ‘উট’। আর কাজাখাস্তানিরা খোঁজে ‘খাবার’।
ইউরোপ
রাশিয়া খোঁজে ‘কীভাবে মিগ চালাতে হয়’, স্পানিশরা খোঁজে ‘খাবার’, আইরিশরা খোঁজে ‘ফিউনারেল’ বা মৃতের সৎকার ব্যবস্থা।
দক্ষিণ আমেরিকা
আর্জেন্টিনা চিলি খোঁজে ‘বিয়ার’, পেরু ও প্যারাগুয়ে ‘কীভাবে বাঁচব’।
উত্তর আমেরিকা
কানাডিয়রা খোঁজে ‘পাসপোর্ট’, যুক্তরাষ্ট্রে খোঁজা হয় ‘পেটেন্ট’। ক্যারিবীয় অঞ্চলে ‘ওয়েডিং’ ও ‘ফিউনারেল’-এর আধিক্য দেখা যায়।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলীয়রা খোঁজে আইভিএফ বা কৃত্রিমভাবে সন্তান জন্মদান ব্যবস্থা, ইন্দোনেশিয়ায় খোঁজা হয় ‘বাড়ি’।
অ্যান্টার্কটিকা
মজার বিষয় হলো পুরো বরফে ঢাকা অ্যান্টারর্টিকা মানুষ খোঁজে ‘ভূমি’।