সৌদির জেদ্দায় তিন মাসে গ্রেপ্তার ৬০ হাজার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/23/photo-1453519443.jpg)
সৌদি আরবের জেদ্দায় চলতি হিজরি বছরের প্রথম প্রান্তিকে (তিন মাস) ৬০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন আইন লঙ্ঘন ও অনৈতিক কর্মে যুক্ত থাকার অভিযোগ আনা হযেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, জেদ্দায় গ্রেপ্তার হওয়া ওই লোকজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, চুরি, মদ বানানো, নারীর ব্যাগ ছিনতাই, গাড়ি চুরি, প্রতারণা, ব্যবসা লুকানো বা নকল করা, অনুমতিহীন দোকান ও বিভিন্ন অনৈতিক চর্চার অভিযোগ আনা হয়।
জেদ্দা পুলিশের পরিচালক মেজর জেনারেল মাসুদ বিন ফয়সাল আল-ওদোয়ানি বলেন, পুলিশ ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করেছে। গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই আইন লঙ্ঘন ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। তথ্যের যাচাই-বাছায়ের পরই তাদের গ্রেপ্তার করা হয়।
আল-ওদোয়ানি বলেন, এই তিন মাসে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে ফৌজদারি অপরাধের অভিযোগে। আর ৫৯ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের কারণে।
ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক হাজার ১৪৯ জন। এর মধ্যে ৬৯৮ জন নারী, ৩৬৩ জন শিশু ও ৮৮ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
রাস্তায় অবৈধভাবে হকারি বা দোকান দেওয়ায় ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আল-ওদোয়ানি।