সৌদিতে শিক্ষকের গুলিতে ৬ সহকর্মী নিহত

সৌদি আরবের ইয়েমেনের সীমান্তসংলগ্ন জাজান প্রদেশের আদ-দাইর এলাকায় শিক্ষা বিভাগের একটি ভবনে স্বয়ংক্রিয় অস্ত্রের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়। আরব নিউজ জানিয়েছে, হামলাকারী নিজেও একজন শিক্ষক আর নিহতরা তাঁর সহকর্মী।
সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, গুলিবর্ষণকারী ছিলেন একজন শিক্ষক এবং তিনি তাঁর সহকর্মী শিক্ষকদের ওপর গুলি চালান।
হত্যাকাণ্ডের পর হামলাকারী গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ঘটনার পরপর ওই স্থানে উপস্থিত রয়েছে পুলিশ এবং জরুরি বিভাগের লোকজন।
এদিকে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর তুর্কি রয়টার্সকে বলেছেন, কর্তৃপক্ষ এই বৃহস্পতিবারের হামলাকে কোনো শিক্ষকের কর্মকাণ্ড হিসেবে নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে।