সৌদিতে মাসে কাজ পাচ্ছেন ৪৪ হাজার বিদেশি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455771486.jpg)
২০১৫ সালের শেষ ছয় মাসে সৌদিতে কাজ পেয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৬০০ বিদেশি কর্মী। এ সময়ে মাসিক কাজ পেয়েছেন ৪৪ হাজার ১০০ জন।
সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস এ তথ্য জানিয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়, গত বছরের ওই সময়ে সৌদিতে কাজ পাননি ছয় লাখ ৮২ হাজার ২০০ জন। কাজ না পাওয়া বিদেশির সংখ্যা শতকরা ৪ দশমিক ৯ শতাংশ।
২০১৫ সালের প্রথমার্ধে ৩৫ হাজার ৫০০ বিদেশি বেকার ছিলেন। দ্বিতীয়ার্ধে অবশ্য বেকার কর্মীর সংখ্যা দুই হাজার ৩০০ জন কমে ৩৩ হাজার ২০০ জন হয়েছে।
পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৫ সাল নাগাদ সৌদিতে বিদেশি কর্মী ছিলেন এক কোটি ১৪ লাখ ৮০ হাজার। মোট কর্মীর ৫৬ দশমিক ৭ শতাংশই বিদেশি।
ওই বছর ছয় লাখ ৪৭ হাজার সৌদির বাসিন্দা বেকার ছিলেন, যা মোট বেকারের ৯৫ দশমিক ১ শতাংশ।
একই সময়ে ৪৯ লাখ ৮০ হাজার সৌদি নাগরিক চাকরি পেয়েছেন, যা মোট কর্মীর ৪৩ দশমিক ৩ শতাংশ।
২০১৫ সালের প্রথমার্ধে সৌদি নাগরিকদের ১১ দশমিক ৬ শতাংশ বেকার ছিলেন। দ্বিতীয়ার্ধে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ শতাংশে।