সৌদিতে অনলাইনে চাকরির সুযোগ বেড়েছে

গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের একই সময় পর্যন্ত সৌদি আরবে অনলাইনে চাকরির সুযোগ বেড়েছে।
চাকরি খোঁজার ওয়েবসাইট ‘মনস্টার ডটকম’-এর চাকরি সূচক থেকে এ তথ্য জানা গেছে।
মনস্টার ডটকমের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এক বছরে সৌদিতে স্বাস্থ্যসেবা খাতে অনলাইনে চাকরির সুযোগ বেড়েছে ৫১ শতাংশ।
একই সময়ে বিক্রয় ও ব্যবসা উন্নয়ন খাতে চাকরির পোস্ট হয়েছে ৩৫ শতাংশ বেশি। এ ছাড়া মানবসম্পদ উন্নয়ন খাতে চাকরির সুযোগ বেড়েছে ১৫ শতাংশ।
বিপরীতভাবে এক বছরে আতিথেয়তা ও ভ্রমণ, মার্কেটিং এবং দ্রব্যাদি ক্রয় খাতে চাকরির সুযোগ কমেছে ৮, ১৫ ও ২০ শতাংশ।
এ বিষয়ে মনস্টার ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় মোদি বলেন, ‘এই ফল (চাকরি সূচক) থেকে বোঝা যায়, তেলের দাম কমা সত্ত্বেও সৌদিতে বিনিয়োগ ও ভোগ বেড়েছে।’
মোদি আরো বলেন, স্বাস্থ্যসেবা খাতে চাকরির সুযোগ বাড়ার অর্থ হলো সৌদিতে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পেছনে অর্থ বিনিয়োগ বাড়ছে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) সব দেশেই এমন চিত্র দেখা যাচ্ছে।